আলাপকালে ইরান-ইসরায়েল সংঘাত বন্ধের চেষ্টা চালানোর জন্য ট্রাম্পকে আহ্বান জানান পুতিন।
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল শনিবার ৫০ মিনিট ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আলাপকালে ইরান-ইসরায়েল সংঘাত বন্ধের চেষ্টা চালানোর জন্য ট্রাম্পকে আহ্বান জানান পুতিন। ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দাও জানান তিনি। ক্রেমলিনে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ইরান-ইসরায়েল সংঘাত আরও বেড়ে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যের জন্য অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে বলে পুতিন উদ্বেগ প্রকাশ করেছেন।
ট্রাম্প নিজেও তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে জানান, ফোনে পুতিনের সঙ্গে তার মূল আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্য নিয়ে। তবে তিনি ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার জন্যও পুতিনকে অনুরোধ জানিয়েছেন।
ট্রাম্প লেখেন, ‘ফোনালাপ প্রায় ১ ঘণ্টা স্থায়ী হয়। তিনিও আমার মতো মনে করেন, ইসরায়েল-ইরান যুদ্ধ বন্ধ হওয়া উচিত। আমি তাকে বলেছি, তার যুদ্ধটাও শেষ হওয়া দরকার।’
ক্রেমলিনে পুতিনের উপদেষ্টা উশাকভ জানান, দুই নেতা মধ্যপ্রাচ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তবে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথে ফেরার সম্ভাবনা
উড়িয়ে দেননি। উশাকভ বলেন, ওমানের মধ্যস্থতায় নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান ষষ্ঠতম বৈঠকটি রোববার(১৫ জুন ২০২৫) হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রও আলোচনায় বসতে প্রস্তুত ছিল। তবে বৈঠকটি বাতিল হয়েছে।
তিনি আরও বলেন, ‘পুতিন স্মরণ করিয়ে দিয়েছেন, উত্তেজনা বাড়ার আগেই রাশিয়া পারমাণবিক কর্মসূচি নিয়ে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খোঁজার জন্য বেশ কিছু প্রস্তাব দিয়েছিল। রাশিয়ার সেই নীতিগত অবস্থান এখনও অপরিবর্তিত এবং এর ভিত্তিতে আমরা কাজ করে যাব।’
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা কম হলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আগামী সপ্তাহে আরও আলোচনা হতে পারে।
রাশিয়ার রাষ্ট্রীয় রিয়া বার্তা সংস্থার বরাত দিয়ে উশাকভ জানান, পুতিন ট্রাম্পকে বলেছেন, ২২ জুনের পর রাশিয়া আবারও ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
এই ফোনালাপে উভয় নেতা তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়েও সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান উশাকভ। তিনি বলেন, ‘এই সম্পর্কই তাদের এমন জটিল বিষয়েও কার্যকর আলোচনা করতে সাহায্য করেছে।’
ফোনালাপের সময় পুতিন ট্রাম্পকে তার ৭৯তম জন্মদিনের শুভেচ্ছাও জানান।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2025 sbtv24. All rights reserved.